ঐক্য হচ্ছে ষড়যন্ত্রের ঐক্য, গণতন্ত্রের ও ভোটের ঐক্য নয় : মেনন

351

ঢাকা,২৩ সেপ্টেম্বর,২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণফোরাম নেতা ড. কামালের ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে বলেছেন, ‘তাদের ঐক্য হচ্ছে ষড়যন্ত্রের, গণতন্ত্র ও ভোটের ঐক্য নয়। তাই এ ঐক্য প্রত্যাখ্যান করতে হবে।’
তিনি আগামী নির্বাচনে গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান সরকারকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাশেদ খান মেনন আজ রোববার বিকেলে বরিশালের বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির এক কর্মীসমাবেশে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
ওয়ার্কার্স পাটির সভাপতি বলেন,‘বাংলাদেশের জনগণকে এতো বোকা ভাববেন না। তারা তাদের অতীত অভিজ্ঞতা থেকেই এই উত্তর-দক্ষিণের ঐক্যের আন্দোলন তো বটেই, নির্বাচনসহ সব ক্ষেত্রেই প্রত্যাখান করবে। তার পরও আমরা তাদের নির্বাচনে আহ্বান করছি। জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। নির্বাচনকে বানচাল করার যে কোনো চক্রান্ত জনগণ বানচাল করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সংবিধানের ধারাকে সমুন্নত রাখবে।’
রাশেদ খান মেনন ঐক্যের নেতাদের উদ্দেশে খালেদা জিয়াসহ অন্যন্য বন্দি মুক্তি প্রসঙ্গে বলেন,‘এর মধ্য দিয়ে তারা দুর্নীতিবাজ এবং যুুদ্ধাপরাধী সমস্ত ব্যক্তিদের মুক্ত করে আবার রাজনীতির সমাজে পুনর্বাসিত করতে চাচ্ছে।’
কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবদুল খালেক, জেলা কমিটির সদস্য কমরেড ফারুক মাস্টার প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।