বাজিস-১৩ : সিলেটের গোলাপগঞ্জে ভোক্তা অধিকার আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা

327

বাজিস-১৩
সিলেট- জরিমানা
সিলেটের গোলাপগঞ্জে ভোক্তা অধিকার আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেট, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : জেলার গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়।
একই সময়ে ভোক্তা অধিকার সচেতনতায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় অপরাধ ও জরিমানার বিষয়ে প্রচারপত্র বিলি করেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অভিযানে সহযোগিতা করেন গেলাপগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
অভিযান চলাকালে গোলাপগঞ্জ পৌরশহরের রাজহমল মিষ্টি দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ মোচনীয় কালিতে থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাকির ডিস্ট্রিবিউটর নামের একটি দোকানে অনুমোদনহীন বিস্কুটের প্যাকেট এবং মূল্য ও মেয়াদোত্তীর্নের তারিখ ঘষামাজা থাকার কারণে তিন হাজার টাকা, সেবা রেস্টুরেন্টে অপরিষ্কার রান্নাঘর ও খাবার ঢেকে না রাখার কারণে তিন হাজার টাকা, বেলাল ফার্মেসীতে ডাক্তারের জন্য বরাদ্দকৃত স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া ওষুধ রাখার দায়ে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
বাসস/মআম/১৯৩০/মরপা