পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে ৯ সন্ত্রাসী ও ৭ সৈন্য নিহত

193

ইসলামাবাদ, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নর্থ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানকালে নয় সন্ত্রাসী ও সাত সৈন্য নিহত হয়েছে। শনিবার রাতে এ অভিযান চালানো হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে আরো জানায়, আফগান সীমান্তবর্তী জেলা নর্থ ওয়াজিরিস্তানের সেপেরা কুনার আলগাদ ও ঘারলামাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে উভয়পক্ষের সংঘর্ষে নয় সন্ত্রাসী নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সেনাবাহিনীর গণযোগাযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানে একদল জঙ্গি অনুপ্রবেশ করেছে জানতে পেরে সৈন্যরা এ অভিযান চালায় ।
জঙ্গিরা কোন সংগঠন বা গোষ্ঠীর সদস্য ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সেনাবাহিনী সাধারণত এ ধরনের ঘটনার জন্য তেহরিক-ই-পাকিস্তান তালেবানকে দায়ী করে।