নিহত চীনা পর্যটকদের বহন করা ট্রেনকে বিদায় জানালেন উ.কোরীয় নেতা

326

সিউল, ২৬ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিহত চীনা পর্যটকদের বহন করা ট্রেনকে বিদায় জানিয়েছেন। উত্তর কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। এদিকে কিম এ মর্মান্তিক ঘটনার কারণে বেইজিংয়ের কাছে নতুন করে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
চীনের কর্মকর্তারা জানান, বাসে করে ভ্রমণ করার সময় রোববার রাতে পিয়ংইয়ংয়ের দক্ষিণে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যাওয়ায় চীনের ৩২ পর্যটক ও উত্তর কোরিয়ার চার নাগরিক নিহত হয়। এতে চীনের অপর দুই নাগরিক আহত হয়।
বেইজিং হচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার একমাত্র ঘনিষ্ঠ মিত্র দেশ। দেশটি পিয়ংইয়ংকে অনেক অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে এবং আন্তর্জাতিক নিন্দার বিরুদ্ধে রাজনৈতিক ধাক্কা সামলিয়ে থাকে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, কিম ব্যক্তিগতভাবে এ ট্রেনের ব্যবস্থা করেন এবং প্রাণে বেঁচে যাওয়াদের প্রতি ‘সান্ত¦না’ জানান।
কেসিএনএ’র পৃথক এক খবরে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে কিমের একটি ‘শোক বার্তা’ পাঠানো হয়েছে।