ঢাবি উপাচার্যের সঙ্গে আল আযহার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

363

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৮(বাসস) : মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওসামা ইয়াসিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
শুক্রবার সন্ধ্যায় আগত প্রতিনিধি দলে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদেলদায়েম নোসায়ের, মিশরের মোসতাকবাল ওয়াতান পার্টির পররাষ্ট্র বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রামি জোদি, মিশরের আর্ট টেক্সটাইলস-এর ম্যানেজিং ডিরেক্টর মুবারক খান প্রমুখ।
এসময় বাংলাদেশের পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মুহাম্মদ মিজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এ কে সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মত বিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আল আযহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা কার্যক্রম এবং গবেষণা সংক্রান্ত সম্পর্ক ঘনিষ্ঠ ও জোরদার হবে বলে তারা সহমত পোষণ করেন।