বাসস বিদেশ-৪ : আফগানিস্তানে ভূমিমাইন বিস্ফোরণে ৮ শিশু নিহত

173

বাসস বিদেশ-৪
আফগানিস্তান-মাইন
আফগানিস্তানে ভূমিমাইন বিস্ফোরণে ৮ শিশু নিহত
মাইমানা (আফগানিস্তান), ২২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে ভূমিমাইন বিস্ফোরণে আট শিশু নিহত ও আরো ছয় জন আহত হয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল করিম উরাশ এই ঘটনার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী মাইমানা নগরীর উত্তরাঞ্চলে শিরিন তাগাব জেলার কোহ-ই-সাইয়াদ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র বলেন, নিহতদের বয়স ছয় থেকে ১২ বছর।
তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালাতে এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে। কিন্তু প্রাণঘাতী এই অস্ত্রে বেসামরিক লোকও মারা যায়।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাত সহিংসতায় ১ হাজার ৬৯০ বেসামরিক লোক নিহত ও ৩ হাজার ৪৩০ জনের বেশি লোক আহত হয়েছে।
হতাহতের মধ্যে ৩৬৩ শিশু প্রাণ হারিয়েছে ও ৯৯২ জন আহত হয়েছে।
বাসস/ কেএআর/১২-৫০/জুনা