চায়না ওপেন ও সাংহাই মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাদাল

254

মাদ্রিদ, ২২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : হাঁটুর ইনজুরির কারনে আগামী মাসে অনুষ্ঠিতব্য চায়না ওপেন ও সাংহাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশে^র এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল।
এই ইনজুরির কারনে ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ইউএস ওপেনের সেমিফাইনাল শেষ না করেই নাম প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন। এছাড়াও ফ্রান্সের বিপক্ষে চলতি সপ্তাহে ডেভিস কাপের সেমিফাইনালে পরাজিত স্প্যানিশ দলেও তিনি ছিলেন না। দীর্ঘদিনের এই ইনজুরি কাটিয়ে ১৭বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের অক্টোবরের শেষে প্যারিস মাস্টার্সে ফেরার সম্ভাবনা রয়েছে।
ইনজুরি প্রসঙ্গে টুইটারে নাদাল লিখেছেন, ‘হাঁটুর এই সমস্যা নতুন কিছু নয়। মেডিকেল ও টেকনিক্যাল দলের সাথে আলোচনা করেই এশিয়ান সফরে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।
এটিপি ট্যুরের মূল এশিয়ান লেগের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে চায়না ওপেন ও ৭ অক্টোবর থেকে সাংহাই ওপেন শুরু হচ্ছে।