রিয়াল ও এ্যাথলেটিকো থেকে আগ্রহের বিষয়টি প্রকাশ করলেন আসপাস

246

সেল্টা, ২২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আগ্রহ সত্বেও সেল্টা ভিগোর স্ট্রাইকার ইয়াগো আসপাস যতদিন সম্ভব এই ক্লাবেই থাকার ইঙ্গিত দিয়েছেন।
২০১৮ বিশ^কাপে স্পেনের হয়ে তিন ম্যাচে নেমে এক গোল করা আসপাস ঘরোয়া মৌসুমের শুরুটাও দারুনভাবে করেছেন। সেল্টার হয়ে এ পর্যন্ত চারটি লিগ ম্যাচে দুই গোল করেছেন। ২০১৭-১৮ মৌসুমে ২২ গোল করা লিভারপুলের এই সাবেক ফরোয়ার্ডকে নিয়ে দলদলের বাজারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো বেশ আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু রেডিও মার্কাতে আসপাস বলেছেন ১০ বছর আগে সেল্টাতে আসার পর এই ক্লাব ছাড়ার কোন আগ্রহই তার নেই। স্প্যানিশ ফুটবলে সেল্টা ঐ সময় দ্বিতীয় টায়ারের দল ছিল। মৌসুমের শুরুতে দলবদলের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে গিয়ে আসপাস বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোন ক্লাবে যেতে আগ্রহী না। তবে এটা সত্যি যে আমার এজেন্টের সাথে বেশ কয়েকটি ক্লাব কথা বলেছে। আমি সবসময়ই এ ব্যাপারে সৎ থাকার চেষ্টা করেছি। যে ক্লাব আগ্রহী হবে তাদেরকে প্রথমে সেল্টার সাথে কথা বলতে হবে, তারপর আমি দেখবো আসলেই তাদের আগ্রহ কতটুকু। গণমাধ্যমে রিয়াল মাদ্রি, এ্যাথলেটিকোর মত ক্লাবগুলো তাদের আগ্রহের বিষয়টি অবগত করেছে। আমার কাছে মনে হয়েছে বিষয়টিতে সত্যতা রয়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। আশা করছি এ ব্যপারে আলোচনা সামনে আরো হবে, যদিও এতে আমি মোটেই আগ্রহী নই।’
বর্তমান চুক্তিতে আসপাসের সাথে আরো চার বছরের চুক্তি বাকি রয়েছে সেল্টার। ২০১৭ সালে নবায়নকৃত চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত আসপাস সেল্টার সাথেই থাকবেন। এ সম্পর্কে আসপাস বলেন, ‘যতদিন সম্ভব আমি সেল্টাতেই থাকতে চাই। সে কারনেই আমি চুক্তি নবায়ন করেছি। আশা করছি ভবিষ্যতে সবাই ক্লাবের সাথে আগে আলোচনা করবে।’