বাসস ক্রীড়া-১৭ : পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ আফগানিস্তান

333

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-এশিয়া কাপ
পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ আফগানিস্তান
আবু ধাবি, ২১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে হেরে প্রথমে ব্যাটিং-এ আফগানিস্তান।
ভারতের বিপক্ষে একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে পাকিস্তান। মোহাম্মদ আমির, শাহদাব খান ও ফাহিম আশরাফের পরিবর্তে একাদশে এসেছেন হারিস সোহেল, শাহিন আফ্রিদি ও মুহাম্মদ নওয়াজ।
বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। সামিউল্লাহ শেনওয়ারির পরিবর্তে দলে এসেছেন নাজিবুল্লাহ জাদরান।
পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, মুহাম্মদ নওয়াজ, হাসান আলী, উসমান খান ও শাহিন আফ্রিদি।
আফগানিস্তান একাদশ : আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, রাশিদ খান, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, আফতাব আলম ও মুজিব উর রহমান।
বাসস/এএমটি/১৭৪৫/স্বব