বাসস ক্রীড়া-১১ : ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

354

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এশিয়া কাপ
ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ
দুবাই, ২১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে একাদশে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোমিনুলের পরিবর্তে মুশফিকুর রহিম ও আবু হায়দাার রনির জায়গায় একাদশে এসেছেন আবু হায়দার।
ভারত একাদশে একটি পরিবর্তন এসেছে। অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্ত।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব