পম্পেও’র নাম নিশ্চিত করতে যাচ্ছে মার্কিন সিনেট

338

ওয়াশিংটন, ২৬ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইক পম্পেও’র নাম বৃহস্পতিবার নিশ্চিত করা হচ্ছে। স্বল্প ভোটের ব্যবধানে সিনেট প্যানেলের অনুমোদনের পর এটা করা হচ্ছে।
খবর এএফপি’র।
রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পম্পেও’কে ভোট দেয়ায় মার্কিন সিনেটে তার নাম নিশ্চিত করা হচ্ছে।
পম্পেও বর্তমানে সিআইএ পরিচালকের দায়িত্ব পালন করছেন।
সিনেটর র‌্যান্ড পল পম্পেও’র নাম অনুমোদনের ফলে তিনি সামান্য ভোটের ব্যবধানে জিতে যান এবং এর ফলে ট্রাম্প বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা পেলেন।