বাসস ক্রীড়া-৪ : আফগানিস্তান ইনিংসের শেষ দশ ওভার ম্যাচের পার্থক্য গড়েছে : মাশরাফি

190

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-এশিয়া কাপ
আফগানিস্তান ইনিংসের শেষ দশ ওভার ম্যাচের পার্থক্য গড়েছে : মাশরাফি
আবু ধাবি, ২১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩৬ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৫ রান করে আফগানিস্তান। শেষ দশ ওভারে ৯৭ রান যোগ করেন আফগানিস্তানের দুই টেল-এন্ডার গুলবাদিন নাইব ও রশিদ খান। রশিদ ৩২ বলে অপরাজিত ৫৭ ও নাইব ৩৮ বলে অপরাজিত ৪২ রান করেন। পরে জবাব দিতে নেমে ১১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
আফগানিস্তান ইনিংসের শেষ দশ ওভার ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘৪০তম ওভারের পর দুর্দান্ত ক্রিকেট খেলেছে আফগানিস্তান। শেষ দশ ওভারে আমরা ভালো বোলিং করতে পারেনি। এমনকি ব্যাটিং-ও ভালো হয়নি আমাদের।’
বাসস/এএমটি/১৫৪০/স্বব