বাসস ক্রীড়া-৩ : অষ্টম উইকেট জুটিতে নয়া রেকর্ড আফগানিস্তানের

161

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-এশিয়া কাপ
অষ্টম উইকেট জুটিতে নয়া রেকর্ড আফগানিস্তানের
আবু ধাবি, ২১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : নিজেদের ওয়ানডে ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে নয়া রেকর্ড গড়লো আফগানিস্তান। এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের ষষ্ঠ ও ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে ৫৬ বলে অবিচ্ছিন্ন ৯৫ রান যোগ করেন আফগানিস্তানের গুলবাদিন নাইব ও রশিদ খান। ফলে অষ্টম উইকেটে জুটিতে আফগানিস্তানের নয়া রেকর্ড এটি।
অষ্টম উইকেট জুটিতে আফগানিস্তানের আগের রেকর্ডটি করেছিলেন নাজিবুল্লাহ জাদরান ও রশিদ খান। ২০১৬ সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অষ্টম উইকেটে ৪৩ রান যোগ করেন জাদরান ও রশিদ।
বিশ্বের মধ্যে অষ্টম উইকেট জুটিতে নাইব ও রশিদের ৫৬ বলে অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি ১৩তম স্থানে। বিশ্ব মঞ্চে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও এন্ড্রু হলের। ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে অবিচ্ছিন্ন ১৩৮ রান করেছিলেন কেম্প ও হল।
বাসস/এএমটি/১৪০০/স্বব