বাসস বিদেশ-২ : ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবিতে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু

312

বাসস বিদেশ-২
তাঞ্জানিয়া-ফেরি-ডুবি
ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবিতে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু
নাইরোবি, ২১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে ও আরো অনেক লোক নিখোঁজ রয়েছে। এদিকে প্রাণে বেঁচে থাকা মানুষের সন্ধানে শুক্রবার তাঞ্জানিয়ায় আবারো ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় এক কর্মকর্তা জানান, এ হ্রদের দক্ষিণপূর্বে উকারা দ্বীপের কাছে বৃহস্পতিবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক যাত্রী ছিল। হ্রদটি উগান্ডা ও কেনিয়া পর্যন্ত বিস্তৃত।
উকারাউয়ি জেলা পরিষদের প্রধান জর্জ নিয়ামাহা বলেন, ‘সেখানে ফেরি ডুবির ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রাণ হারিয়েছে বলে আশংকা করা হচ্ছে।’
এদিকে আঞ্চলিক গভর্নর জন মোঙ্গেলা বৃহস্পতিবার রাতে জানান, এতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে এবং আরো ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বাসস/এমএজেড/১১৪০/এমএবি