বাসস সংসদ-৯ : কোটা ব্যবস্থার সংস্কার করে স্থায়ী সমাধানের আহ্বান রওশন এরশাদের

782

বাসস সংসদ-৯
রওশন-সমাপনী
কোটা ব্যবস্থার সংস্কার করে স্থায়ী সমাধানের আহ্বান রওশন এরশাদের
সংসদ ভবন, ২০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ আগামী প্রজন্মকে কর্মমুখী করার উদ্যোগ নিতে কোটা ব্যবস্থার সংস্কার করে এর স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।
আজ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রওশন এরশাদ চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা রাখার সুপারিশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের কথা বিবেচনা করে এই কোটা বহাল রাখা উচিত। তিনি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, অনেক দেশে বয়সসীমা ৪০ থেকে ৪৯ বছর পর্যন্ত রয়েছে।
তিনি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার কর্মসূচী আরো জোরদার করার আহবান জানিয়ে বলেন, ফেইসবুক রাত ১১টার পর বন্ধ করে দেয়া উচিত। এতে করে তরুণ সমাজ লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হবে।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে দক্ষতার মান উন্নয়নের পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ে তোলার বিষয়েও মনোযোগী হতে হবে। দক্ষতার সাথে ন্যায়বোধ ও দেশপ্রেম চেতনা যুক্ত হলেই কাংখিত লক্ষ্যে এগিয়ে যাওয়া যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে অনেক উচ্চতায় নিয়ে গেছেন।
তিনি ১০দিনের কর্মদিবসে ১৮টি বিল পাস করাসহ দশম সংসদকে একটি কার্যকরী সংসদ হিসেবে অভিহিত করে।
বাসস/এমএআর/২১৪০/বেউ/-আসচৌ