বাসস সংসদ-২ : সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮ পাস

231

বাসস সংসদ-২
বিল-পাস
সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮ পাস
সংসদ ভবন, ২০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বিদ্যমান ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এ্যাক্ট রহিত করে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নের বিধান করে আজ সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮ পাস করা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিধান করা হয়, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অধীন গঠিত বিদ্যমান জাতীয় ক্রীড়া পরিষদ এমনভাবে বহাল থাকবে যেন তা এ বিলের বিধানের অধীন প্রতিষ্ঠিত হয়েছে।
বিলে পরিষদের কার্যাবলী, ক্রীড়া সংস্থা ও স্থানীয় ক্রীড়া সংস্থার স্বীকৃতি প্রদান, ক্রীড়া ঘোষণাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।
বিলে প্রতি বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করে একজন চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদের সাধারণ পরিষদ গঠনের বিধান করা হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের বিধান করা হয়েছে।
বিলে কার্যনির্বাহী কমিটির সভা, কর্মচারী নিয়োগ, তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষণ, প্রতিবেদন পেশ, এডহক কমিটি নিয়োগ, তফসিল সংশোধনের ক্ষমতা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, কাজী ফিরোজ রশীদ, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও বেগম মাহজাবীন মোরশেদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/১৭৩৫/বেউ/-আসচৌ