দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

166

ঢাকা,২০ সেপ্টেম্বর, ২০১৮(বাসস) : আগামী ২৪ ঘন্টায় গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাসের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্রহ্মপুত্র ও গঙ্গা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা পরবর্তী ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে। যমুনা ও পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে যা পরবর্তী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে। অপরদিকে আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৩৪ টি নদীর পানি বৃদ্ধি এবং ৫৫টি নদীর পানি হ্রাস পেয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশের জামালপুর স্টেশনে ৩৮ মিলিমিটার ( মি.মি) বৃষ্টিপাত হয়েছে এবং রামগড় স্টেশনে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১ মিলিমিটার (মি.মি)।