বাসস দেশ-৫ : বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ

148

বাসস দেশ-৫
কোর্স-সনদ-বিতরণ
বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ‘৮ম এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান’ বিষয়ক কোর্সের সনদ বিতরণ আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফ্টি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম কামরুল এহসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ১ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তাসহ মোট ১০ জন কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।
বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার মোঃ একরামুল হক কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সেনা ও নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এমএন/১৫৫০/এমএবি