ফিলিপাইনে ভূমিধসে ২ জনের মৃত্যু

301

নাগা (ফিলিপাইন), ২০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে ও ১০টি বাড়ি মাটির নীচে চাপা পড়েছে। বৃহস্পতিবার প্রত্যন্ত একটি কৃষি পল্লীতে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা নেইল বালাবা সেবু দ্বীপের তিনা গ্রামে ঘটা ভূমিধসের কথা উল্লেখ করে বলেন, সেখান থেকে ‘আমরা দুটি লাশ ও আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করেছি।’
তিনি আরো বলেন, এতে ‘১০ থেকে ১৫টি বাড়ি মাটির নীচে চাপা পড়েছে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা ধারণা করছেন।