বাসস সংসদ-৫ : সংসদে পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, শ্রমিক (চাকরির শর্তাবলী) বিলের রিপোর্ট উপস্থাপন

191

বাসস সংসদ-৫
বিল-রিপোর্ট
সংসদে পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, শ্রমিক (চাকরির শর্তাবলী) বিলের রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, শ্রমিক (চাকরির শর্তাবলী), বিল, ২০১৮ এর ওপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ান রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের চাকরির শর্ত নির্ধারণে গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে গত ১০ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বিলটি উত্থাপন করেন।
বিলে শ্রমিকের চাকরির শর্তাবলী নির্ধারণে সরকারের ক্ষমতা, মজুরি ও সুযোগ-সুবিধার ভূতাপেক্ষ কার্যকারিতা, কতিপয় চুক্তি ও বাতিল, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
বাসস/এমআর/১৯০৫/বেউ/-আসচৌ