বাজিস-৪ : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালকদের প্রশিক্ষণ

172

বাজিস-৪
হবিগঞ্জ-প্রশিক্ষণ
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালকদের প্রশিক্ষণ
হবিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া ও বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান।
প্রশিক্ষণে ১৫০জন চালক অংশ গ্রহণ করেন।
এ দিকে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল জানান, গাড়ীতে চলাচলকারী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ জনগনের মাঝে বিতরণের জন্য ২ লাখ সচেতনতামূলক লিফলেট ছাপানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে এই লিফলেট বিতরণ শুরু হয়েছে। গাড়ী চালকদের জন্য ৪ মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ৫শ চালককে এই প্রশিক্ষণ দেয়া হবে।
ইতোমধ্যে দুটি ব্যাচ এর প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। জেলার ২শ’ প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং তৈরির পরিকল্পনা রয়েছে। ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮/১০টি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এছাড়াও মহাসড়কে থ্রিহুইলার বন্ধে ৮/১০টি অভিযান পরিচালনা করা হবে।
বাসস/সংবাদাতা/১৮৪৫/মরপা