সিঙ্গাপুরে ৩২তম আসিয়ান সম্মেলনে যোগ দেবেন মিয়ানমারের প্রেসিডেন্ট

333

ইয়াঙ্গুন, ২৫ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ত সিঙ্গাপুর সফর করবেন এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের ৩২তম সম্মেলনে যোগ দেবেন। বুধবার দেশটির আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
আসিয়ানের ৩২তম শীর্ষ সম্মেলন বুধবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে।
গত ৩০ মার্চ মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি হবে উ উইন মিন্তর প্রথম বিদেশ সফর।