বাসস সংসদ-২ (প্রধানমন্ত্রী) : বেসরকারি পর্যায়ের কর্মজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

130

বাসস সংসদ-২ (প্রধানমন্ত্রী)
শেখ হাসিনা-প্রশ্নোত্তর
বেসরকারি পর্যায়ের কর্মজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
সংসদ ভবন, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মজীবীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণমূলক সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুকরণে সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রাথমিক পর্যায়ে পেনশন কর্তৃপক্ষ গঠন করে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, পেনশন কর্তৃপক্ষ গঠনের সাথে সাথে বেসরকারি পর্যায়ে নিয়োজিত সকল কর্মজীবী মানুষের জন্য একটি সুগঠিত, টেকসই ও বৈষম্যহীন সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এর প্রাতিষ্ঠানিক ও আইনী কাঠামো চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক ও আইনী কাঠামো চূড়ান্তকরণের পর সংশ্লিষ্ট সাবসিডিয়িারি অফিস স্থাপনসহ পেনশন কার্যক্রম চালু করা সম্ভব হবে।
বাসস/এমআর/১৭৪০/বেউ/-আসচৌ