বাসস ক্রীড়া-১০ : ইকার্ডির দক্ষতায় পিছিয়ে পড়েও স্পার্সদের হারিয়েছে ইন্টার

134

বাসস ক্রীড়া-১০
ফুটবল-চ্যাম্পিয়ন্স লিগ-ইন্টার-টোটেনহ্যাম
ইকার্ডির দক্ষতায় পিছিয়ে পড়েও স্পার্সদের হারিয়েছে ইন্টার
মিলান, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস/এএফপি): পিছিয়ে পড়ার পরও মাউরো ইকার্ডির ভলিতে সমাতায় ফেরা ইন্টার শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পার্সকে হারিয়ে শুভ সুচনা করেছে চ্যাম্পিয়ন্স লিগে। মঙ্গলবার মিলানের সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচে প্রিমিয়ার লীগ জায়ান্ট টটেনহ্যামকে ২-১ গোলে হারায় দীর্ঘ ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ইতালীয় ক্লাবটি।
ম্যাচের ৫৩তম মিনিটেই ক্রিস্টিয়ান এরিকসন গোল করে স্পার্সদের এগিয়ে দেন (১-০)। দ্বিতীয়ার্ধে সফরকারী দলটি প্রথমার্ধের তুলনায় বেশী স্বাচ্ছন্দে খেলছিল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল জয় নিয়েই দেশে ফিরবে ইংলিশ জায়ান্টরা।
কিন্তু তাদের সেই স্বপ্ন পুরণ হতে দেননি আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্ডি। ম্যাচের ৮৬তম মিনিটে আচমকা এক ভলিতে গোল করে ইন্টারকে সমতায় ফিরিয়ে আনেন তিনি (১-১)। এতেই উজ্জীবিত হওয়া স্বাগতিক ইন্টারকে জয়ের স্বাদ পাইয়ে দেন ম্যাটিয়াস ভেসিনো। ইনজুরি টাইমে ডান প্রান্তের কর্নার থেকে গোল করে স্বাগতিক দলকে নাটকীয় এক জয় এনে দেন তিনি (২-১)।
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে প্রথম গোল পাওয়া আর্জেন্টাইন তারকা ইকার্ডি বলেন,‘বিকেলটি ছিল দর্শনীয়। আমাদের যেটি করার প্রয়োজন ছিল সেটি করতে পেরেছি।’
২০১০ সালে হোসে মরিনহোর অধীনে সর্বশেষ শিরোপা জয় করেছিল ইন্টার মিলান। ২০১১-১২ মৌসুমে সর্বশেষ ইউরোপের এই অভিজাত টুর্নামেন্টে অংশগ্রহনের পর এবারই প্রথম তারা টুর্নামেন্টে ফিরেছে। অপরদিকে গত আসরে জুভেন্টাসের কাছে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছিল টোটেনহ্যাম।
খেলা শেষে ইন্টারের কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন,‘ সমর্থকরা আসলে এটিই দেখতে চেয়েছিল। ইকার্ডি অসাধারণ এক গোল করেছে। এর ধারাবহিকতায় সফল সমাপ্তি টেনেছে দলটি, যেটি সত্যিই সবার প্রত্যাশা ছিল।’
অপরদিকে সেচ্ছায় ছেলেরা ম্যাচটিকে হত্যা করেছে বলে মন্তব্য করেন স্পার্স কোচ মাওরিসিও পচেত্তিনো। হ্যরি কেনের একটি দারুন সুযোগ হাতছাড়া করার প্রসঙ্গ টেনে তিনি বলেন,‘ সে যদি গোলটি করতে পারত, তাহলে ম্যাচটির চেহারা অন্যরকম হয়ে যেত। কঠিন একটি মাঠে আমরা খেলার নিয়ন্ত্রনে ছিলাম। কিন্তু শেষ দিকে দুর্ভাগ্য আমাদের উপর ভর করেছে। যেখানে আমরাই জয়ের দাবীদার ছিলাম, সেখানে ব্যর্থতা নিয়ে আমাদের ফিরতে হচ্ছে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭০০/স্বব