নতুন প্রার্থী খুঁজতে সবুজ সংকেত দিলেন লুলা

321

রিওডি জানিরো, ২৫ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক): দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দেশটির অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন একজন প্রার্থী খুঁজে বের করতে মঙ্গলবার তার ওয়ার্কার্স পার্টিকে (পিটি) সবুজ সংকেত দিয়েছেন।
খবর এএফপি’র।
দলের নেতৃত্ব নির্বাচনের ব্যাপারে এক চিঠিতে লুইস ইনাসিও লুলা দা সিলভা লিখেছেন, ‘২০১৮ সাল পিটি’র জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণে এ বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে দলের জন্য একজন নতুন প্রার্থী খুঁজে বের করতে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত দেবেন আমি এমনটা চাই।’
তবে পিটি তার দেয়া এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে। এ ব্যাপারে দলের প্রেসিডেন্ট গ্লিসি হোফমান ফেসবুকে লিখেছেন যে তাদের প্রার্থী হিসেবে তারা তাকেই ধরে রাখবেন।
এ বছরের শেষের দিকে জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা অনুমোদন করা হবে উল্লেখ করে তিনি জানান, ‘দেশের জনগণ লুলার মুক্তি চান। আগামী নির্বাচনে লুলাই ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কারণ তিনি নিরপরাধ।’