বাজিস-১১ : গাজীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

184

বাজিস-১১
গাজীপুর- লাইনম্যান
গাজীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
গাজীপুর, ১৮ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেবি ভোল্টের লাইনে কাজ করার সময় মার্শাল হিরু টিটু (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
মার্শাল হিরু টিটু গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনাবাড়ি জোনাল অফিসে কর্মরত ছিলেন। সে ফরিদপুরের মধুখালী থানার লক্ষিনারায়ণপুর এলাকার সেকান্দার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ি জোনাল অফিস থেকে কড্ডা এলাকায় ৩৩ হাজার কেবি ভোল্টের লাইনে কাজ করতে যায় মার্শাল হিরু টিটু। কাজের এক ফাঁকে টিটু ওই বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। এতে সে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দনি আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসস/সংবাদদাতা/১৯৩২/মরপা