বাসস দেশ-১৭ : টিকিট বিক্রির টাকা আত্মসাত : ৬ মামলা করবে দুদক

127

বাসস দেশ-১৭
দুদক-মামলা অনুমোদন
টিকিট বিক্রির টাকা আত্মসাত : ৬ মামলা করবে দুদক
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের টিকিট বিক্রির ৫৯ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৬টি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপসহকারী পরিচালক মো. নূরুল ইসলামের অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্তরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে টিকিট গ্রহণ ও রোগীদের মাঝে বিক্রির টাকা জমা রেজিষ্টারসহ অন্যান্য রেকর্ডপত্র বিনষ্ট করে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে টিকিট বিক্রির ৫৯ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাত করায় এসব মামলা দায়েরে অনুমোদন দেয়া হয়।
আসামিরা হলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ইনচার্জ (বরখাস্ত) মো. আজিজুল হক ভূইয়া, বর্তমানে-প্রশাসনিক সংযুক্তি, সাবেক এমএলএসএস মো. আলমগীর হোসেন (বর্তমানে ক্যাশিয়ার), সাবেক এমএলএসএস মো. আ. বাতেন সরকার (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার), সাবেক অফিস সহকারী কাম মুুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার, মো. শাহজাহান (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) ব্লাড ব্যাংক শাখা, সাবেক এমএলএসএস মো. আবু হানিফ ভুইয়া, বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী মো. হারুনর রশিদ (বর্তমানে ফর্ম শাখা)।
অভিযুক্তরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে টিকিট গ্রহণ ও রোগীদের মাঝে বিক্রির টাকা জমা রেজিষ্টারসহ অন্যান্য রেকর্ডপত্র বিনষ্ট করে অর্থ আত্মসাত করায় দ-বিধির ৪০৯/২০১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এসব মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।
বাসস/এফএইচ/১৯১১/-জেজেড