জয়পুরহাটে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ব্রি ধান-২৮ প্রদর্শনীর মাঠ দিবস

353

জয়পুরহাট, ২৫ এপ্রিল ২০১৮ (বাসস) : রবি ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ব্রি ধান-২৮ প্রদর্শনীর মাঠ দিবস বুধবার সদর উপজেলার আমদই ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
স্থানিয় কৃষি বিভাগ জানায়, মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: মতিয়র রহমান। আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনুর রহমান সাবুর সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সুধেন্দ্র নাথ রায়, বগুড়া অঞ্চলিক অফিসের উপ পরিচালক কামাল উদ্দিন তালুকদার, জয়পুরহাট কৃষি সমপ্রসারণ অধিদফতরের সহকারি উপ পরিচালক মো: মহব্বত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা নাহার প্রমূখ।
কৃষি বিভাগ জানায়, জয়পুরহাট জেলায় এবার প্রায় ৭৩ হাজার হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো ধানের চাষ হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা মাড়াই শুরু ও বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।