বাসস দেশ-১২ : আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক

135

বাসস দেশ-১২
আমু-ভুলু-শোক
আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মাহবুব জামান ভুলুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু ছিলেন রাজশাহী জেলার মাটি ও মানুষের এক অকৃত্রিম বন্ধু। তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে তিনি আজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
তিনি বলেন, নির্ভীক এ রাজনৈতিক ব্যক্তিত্ব পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর এর বিচার চাইতে গিয়ে কারবরণ করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এ দক্ষ সংগঠকের মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।
তিনি আরো বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ, নির্ভীক, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজকর্মীকে হারালো।
শিল্পমন্ত্রী মরহুম মাহবুব জামান ভুলুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মাহবুব জামান ভুলু আজ বিকেল চারটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭০ বছর।
বাসস/সবি/এমএএস/১৮৪০/জেহক