বাসস বিদেশ-১১ : ইদলিব প্রশ্নে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান

149

বাসস বিদেশ-১১
সিরিয়া-সংঘাত-রাশিয়া-তুরস্ক-ইরান
ইদলিব প্রশ্নে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান
তেহরান, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের সর্বশেষ প্রধান ঘাঁটিতে হামলা এড়াতে তুরস্ক ও রাশিয়ার মধ্যে হওয়া একটি চুক্তিকে মঙ্গলবার স্বাগত জানিয়েছে। চুক্তিটিকে ‘কূটনীতির দায়বদ্ধতার’ একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। খবর এএফপি’র।
মোহাম্মাদ জাবেদ জারিফ টুইটারে এক বার্তায় লিখেছেন, ‘ইদলিবে যুদ্ধ এড়াতে বিগত কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতার ফসল এ চুক্তি।’
বাসস/এমএজেড/১৬৩০/-জুনা