রাজ্জাকের ঘূর্ণিতে ১৮৭ রানেই গুটিয়ে গেল বিসিবি নর্থ জোন

702

ঢাকা, ২৪ এপ্রিল, ২০১৮ (বাসস) : অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে ষষ্ঠ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিন ১৮৭ রানেই গুটিয়ে গেল বিসিবি নর্থ জোন। প্রাইম ব্যাংক সাউথ জোনের রাজ্জাক ৫৩ রানে ৫ উইকেট নেন। দিনের শেষ সেশনে ব্যাট করার সুযোগ পেয়ে ১ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ৯ উইকেট হাতে নিয়ে ৭২ রানে পিছিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় প্রাইম ব্যাংক সাউথ জোন। বল হাতে দলের বোলিং শুরু করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বল হাতে টানা ৭ ওভার বোলিং করেন তিনি। এসময় ৩১ রানে ১টি উইকেটও নেন ম্যাশ। এরপর আরও ৫ ওভার করে ১৮ রান দিয়ে উইকেট সংখ্যা বাড়াতে পারেননি মাশরাফি।
তবে রাজ্জাকের বিধ্বংসী বোলিং-এ ৫৮ দশমিক ৩ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় বিসিবি নর্থ জোন। দলের পক্ষে সোহরাওয়ার্দি শুভ সর্বোচ্চ ৫৯ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া ৫০ রান আসে নাজমুল হোসেন শান্ত’র ব্যাট থেকে।
চা-বিরতির পর নিজেদের প্রথম ইনিংস শুরু করে ২৯ ওভার ব্যাট করে ১ উইকেটে ১১৫ রান করে প্রাইম ব্যাংক সাউথ জোন। এনামুল হক ৭৯ বলে অপরাজিত ৫২ ও ইমরুল কায়েস ৭৯ বলে অপরাজিত ৫১ রান করেন। ১২ রান করে আউট হন সৌম্য সরকার।
পাঁচ রাউন্ডে শেষে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বিসিবি নর্থ জোন। ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। তাই এই দু’দলই শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে।