জয়পুরহাটে উত্তরাঞ্চলীয় আবৃত্তি উৎসব আগামী বৃহষ্পতিবার থেকে

316

জয়পুরহাট, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন দিন ব্যাপী প্রথম উত্তরাঞ্চলীয় আবৃত্তি উৎসব আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এ আবৃত্তি উৎসবের উদ্বোধন করবেন।
উত্তরাঞ্চলের ১৬ জেলার কবি সাহিত্যিকদের নিয়ে আযোজন করা হয়েছে এ আবৃত্তি উৎসবের। নাম দেওয়া হয়েছে ’পদ্মা-যমুনা-ধরলা’ প্রথম উত্তরাঞ্চলীয় আবৃত্তি উৎসব। এখানে গুণী কবিদের লেখা কবিতা আবৃত্তি করার পাশাপাশি আবৃত্তি প্রতিযোগিতা রাখা হয়েছে। গুণীজন সম্মাননা প্রদান করা হবে। সেই সঙ্গে থাকবে আবৃত্তি নিয়ে কর্মশালা। যেখানে কবিতার কথামালা, উচ্চারন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রথম উত্তরাঞ্চলীয় আবৃত্তি সফল করতে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তুলশী চন্দ্র দাসকে আহবায়ক ও জয়পুরহাট আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট্য আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রায় তিন শতাধিক আবৃত্তি শিল্পী এ উৎসবে যোগদান করবেন এমন প্রত্যাশা আয়োজকদের। এ ছাড়াও রাজধানী ঢাকা থেকেও বিশিষ্ট আবৃত্তিকাররা অংশগ্রহণ করবেন বলে জানান, সদস্য সচিব মোস্তাহেদ ফাররোখ। ভারতের কোলকাতা ও শিলিগুড়ি থেকে কয়েকজন কবি অংশগ্রহণের কথা রয়েছে বলে জানান আয়োজকরা। প্রথম উত্তরাঞ্চলীয় আবৃত্তি উৎসবকে কেন্দ্র করে উত্তবঙ্গের ১৬ জেলায় চলছে সাজসাজ রব। এ উপলক্ষ্যে একটি স্মরনিকা প্রকাশ করবে আয়োজক কমিটি। ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানান, উৎসব কমিটির আহবায়ক অধ্যাপক তুলশী চন্দ্র দাস। উৎসব উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন আয়োজকরা। সেখানে প্রথম উত্তরাঞ্চলীয় আবৃত্তি উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিক ও গবেষক আমিনুল হক বাবুল, উৎসব কমিটির আহবায়ক অধ্যাপক তুলশী দাস, সদস্য সচিব মোস্তাহেদ ফাররোখ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এ উৎসবের আয়োজন বলে জানা গেছে।