বাসস ক্রীড়া-১২ : বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল : চার জেলায় ফাইনাল অনুষ্ঠিত

290

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল : চার জেলায় ফাইনাল অনুষ্ঠিত
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : দেশে ভালো মানের ফুটবলার তৈরি করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭)’ আজ (সোমবার) চারটি জেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জ জেলার পৌরসভা, ঝালকাঠি জেলার সদর উপজেলা, লালমনিরহাট জেলার পৌরসভা এবং সাতক্ষীরা জেলার সদর উপজেলা।
এদিকে, ঢাকা সিটি কর্পোরেশনের আন্তঃথানা খেলা শুরু হয়েছে। প্রথম দিনে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। নিজ নিজ খেলায় জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ধানমন্ডি, রমনা, মতিঝিল, লালবাগ, মোহাম্মদপুর, ডেমরা এবং তেজগাঁও থানা। আর বাই পেয়ে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্যান্টনমেন্ট থানা।
বাসস/স্বব/১৯৩০/এএমটি