মার্কিন-কিউবা সম্পর্কের অবনতি ঘটেছে

224

হাভানা, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শনিবার সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল একথা বলেন।
টেলেসুর নেটওয়ার্ককে তিনি আরো বলেন, ‘দুদেশের সম্পর্ক বর্তমানে অবনতির দিকে। আমরা আলোচনার দরজা খোলা রেখেছি। আমরা কখনোই আলোচনার সম্ভাবনাকে নাকচ করব না। তবে অপরপক্ষকেও অনুরূপ হতে হবে।’
চলতি বছরের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বারাক ওবামার শাসনামলে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনরায় ঐতিহাসিক সূচনা ঘটে এবং ক্রমান্বয়ে যথেষ্ট উন্নতি ঘটে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ব্যাপক অবনতি ঘটেছে।
ডিয়াজ ক্যানেল কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে তার ‘দেশের উন্নয়নের প্রধান বাধা’ হিসেবে অভিহিত করেছেন।