সরকার প্রাথমিক শিক্ষা বোর্ড গঠন করার লক্ষ্যে কাজ করছে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

376

সংসদ ভবন, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষা বোর্ড গঠন করার লক্ষ্যে কাজ করছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৮ হাজার ৩৯৭ কোটি ১৬ লাখ টাকার চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিইপি) একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে।
মন্ত্রী বলেণ, বর্তমান সরকার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়ের উদ্যোগে খাদ্য পরিবেশন কর্মসূচি বাস্তবায়ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।