বাজিস-১০ : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

304

বাজিস-১০
বগুড়া-যমুনা-পানি
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
বগুড়া, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলার সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদী এলাকার মানুষ তাদের পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। রোববার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার অব্যাহত পানি বৃদ্ধিতে জেলার সারিয়াকান্দি উপজেলায় এবং ধুনট উপজেলা চরের জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে চরের শতাধিক পরিবার।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বন্যার পানিতে চরের ৪২ হেক্টর জমির রোপা-আমন ধান, ৬ হেক্টর জমির বিভিন্ন শাক-সবজী, ৭ হেক্টর জমির মরিচ ও ২ হেক্টর জমির আখ নিমজ্জিত হয়েছে।
এদিকে পানি বেড়ে যাওয়ায় সারিয়াকান্দির চরাঞ্চলে নি¤œাঞ্চলের ফসলি জমিতে বন্যার পানি প্রবেশ করেছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে আরো জানা গেছে, উপজেলাল চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে বন্যায় ২ হাজার ৯৪০ জন কষকের রোপা আমন, রোপা আমনের বীজতলা, আউশ, মাসকালাই, মরিচসহ ৫৬৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়ি, ভাঙরগাছা চরে দু’শ বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের ধুনট উপজেলার সহকারী প্রকৌশলী হারুনর রশিদ জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯৩৭/মরপা