মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার কাজ করেছে : রাঙ্গা

367

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গা বলেছেন,সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বছরের প্রথম দিন সারাদেশে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। বিশ্ব ইতিহাসে এক বিরল ঘটনা এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও পরিকল্পিত নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল।
আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সীমানা প্রাচীর ও তোরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাসহ বিভিন্ন খাতে বিশ্বমন্ডলে সফলতার এক মাইল ফলক স্পর্শ করেছেন। বিগত সাড়ে ৯ বছরে শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে প্রমাণ করেছেন দেশের নারীরা সমাজের বোঝা নয়, তারা দক্ষ, সুশিক্ষিত ও প্রশিক্ষিত মানব সম্পদ।
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, এলাকাবাসীর সার্বিক জীবনমান উন্নয়নে আরও নতুন নতুন প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।
এ সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে রাঙ্গা উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টনর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।