বাসস ক্রীড়া-১৮ : যোগ্য দল হিসেবেই শিরোপা জয় করেছি : মালদ্বীপ কোচ

634

বাসস ক্রীড়া-১৮
ফুটবল-সাফ-প্রতিক্রিয়া
যোগ্য দল হিসেবেই শিরোপা জয় করেছি : মালদ্বীপ কোচ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শক্তিশালী ভারতকে হারিয়ে দ্বিতীয় বারের মত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে মালদ্বীপ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ সুজুকি কাপ চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে গ্রুপ পর্বে ধুকতে থাকা মালদ্বীপ।
খেলা শেষে বিজয়ী দলের কোচ পিটার সেগার্ট বলেন, ‘আমরা শিরোপার দাবীদার। এটি ছেলেদের কঠোর পরিশ্রমের ফসল। শিরোপা জয় করায় আমি খুব খুশি। এজন্য মালদ্বীপ বাসীর গর্ব করা উচিৎ। ছেলেরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছে।
মালদ্বীপের এই স্বপ্নদ্রষ্টা বলেন, ‘প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। পুরো ম্যাচ জুড়ে ছেলেরা খেলা ধরে রেখেছে। যার ফলে আমরা এই জয় পেয়েছি।’
টুর্নামেন্টের ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মালদ্বীপের ফরোয়ার্ড ইব্রাহিম মোহাম্মদী বলেন, ‘এই ফলাফলে আমি খুবই খুশি। এটি আমার প্রথম সাফ টুর্নামেন্ট। দেশের জন্যই আমরা খেলেছি। এটি আমাদের বড় অর্জন।’
পরাজিত ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্টেন্টিন বলেন, ‘অভিজ্ঞতার ঘাটতির কারণে আমরা হেরেছি। তবে এজন্য হতাশ নই। এটি একটি বড় শিক্ষা। ছেলেদের জন্য বড় অভিজ্ঞতা। এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা তাদের নেই। এখান থেকেই তারা শিক্ষা লাভ করবে।’
মালদ্বীপ যোগ্য দল হিসেবে শিরোপা জয় করেছে উল্লেখ করে এই ইংলিশ কোচ বলেন,‘তারা খুবই ভাল খেলেছে। বর্তমান দলটিই কয়েক বছর পর ভারতের সিনিয়র দলের নেতৃত্ব দিবে। সুতরাং এটি তাদের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে।’
বাসস/এএসজি/এমএইচসি/২২২৫/স্বব