নাটোরে ৫০ শয্যার নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু

217

নাটোর, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলার নবগঠিত নলডাঙ্গা উপজেলায় ৫০ শয্য স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শনিবার নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষ্যে নির্মিতব্য স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।এক্ষেত্রে স্বাস্থ্য খাতের অর্জনগুলো সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু ও টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অবদান রাখছে। পাশাপাশি মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, জেলাগুলোতে নতুন নতুন মেডিকেল কলেজ স্থাপন, স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা: আজিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, সাবেক সংসদ সদস্য এডভোকেট সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, প্রচার সম্পাদক দিলীপ দাস প্রমুখ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে আগামী মার্চ ২০২০ সালের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ বাস্তবায়ণ সম্পন্ন করবে।