ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ১০ জনের প্রাণহানি

227

জাকার্তা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসি উপকূলের অদূরে শুক্রবার একটি ফেরিতে আগুন লেগে তা ডুবে যায়। এতে ১০ জনের প্রাণহানি ঘটে।
উদ্ধারকর্মীরা ১০টি লাশ ও ১২৬ জন যাত্রীকে উদ্ধার করেছে। শনিবার সরকারের এক কর্মকর্তা একথা জানান।
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বাম্বাং এরবান বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাউবাউ শহর থেকে ছেড়ে যাওয়া কেএম ফুংকা পারমাতা ফেরিটি মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাঙ্গাই বন্দরের দিকে যাচ্ছিল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় দ্বীপ সাগুর অদূরে নৌযানটি ডুবে যায়।
তিনি বলেন, ‘নৌযানটিতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত এটি সাগু দ্বীপের অদূরে ডুবে যায়। শনিবার সকালে নৌযানটির জীবিত যাত্রীদের বাঙ্গাই বন্দরে নিয়ে আসা হয় ’
সম্ভাব্য নিখোঁজ লোকদের সন্ধানে তল্লাশী ও উদ্ধার অভিযান চলছে।