ইরানের সঙ্গে কেরির বৈঠকের সমালোচনা ট্রাম্পের

238

ওয়াশিংটন, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকের সমালোচনা করেছেন । খবর এএফপি’র।
বৃহস্পতিবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, জন কেরি আমাদের শত্রু দেশের শাসকদের সঙ্গে অবৈধ বৈঠক করেছে যা মার্কিন জনগণের জন্য আমাদের মহৎ কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি টুইটারে ট্রাম্প প্রশাসনের সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন এবং টুইটের শেষে উল্লেখ করেন ‘খারাপ’।
জন কেরি ইরানের সঙ্গে ২০১৫ সালে পারমানবিক চুক্তির আলোচনা করেছিলেন। ট্রাম্প এ বছর চুক্তিটি বাতিল করেন। তিনি বলেন, হোয়াইট হাউস ছাড়ার পর এবং ট্রাম্প হোয়াইটহাউসে ঢোকার পর জন কেরি তার বই ‘এভরি ডে ইজ এক্সট্রা’ এর প্রচারাভিযানের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জেরিফের সঙ্গে তিন থেকে চারবার বৈঠক করেন।
এদিকে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার পূর্বসূরীর সমালোচনা করে বলেছেন, তিনি সরাসরি মার্কিন নীতিকে খাটো করেছেন।
পম্পেও বলেন, কেরি যা করেছেন তা অনুচিত এবং নজিরবিহীন।