দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই : বিমানমন্ত্রী

698

লক্ষ্মীপুর, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইতোমধ্যে বিশ্বে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। অতএব দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
শুক্রবার বিকালে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী লক্ষ্মীপুরবাসীর উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। যদি সেটা করা যায় লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল এবং লক্ষ্মীপুর টু চৌমুহনী রেললাইন স্থাপিত হবে। জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু হতে যাচ্ছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
পরে মন্ত্রী শাহজাহান কামাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা, চরভুতা, উত্তর চরউভুতী ও চরমনসা গ্রামে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সংযোজিত বিদ্যুতায়নের উদ্বোধন করেন।