সীমান্ত সংক্রান্ত বার্তা প্রচার বন্ধ দ.কোরিয়ার

327

সিউল, ২৩ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার সীমান্তে উত্তর কোরিয়ার সৈন্যদের উদ্দেশে মাইকে বার্তা প্রচার করা বন্ধ করেছে। শুক্রবারের ঐতিহাসিক আন্তঃকোরীয় সম্মেলনের প্রাক্কালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে এ প্রচার বন্ধ করেছে।
খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়া সীমান্তে খবর, সংগীত ও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে থাকে।
উত্তর কোরিয়াও তাদের নিজস্ব কায়দায় সীমান্তে বিভিন্ন ধরণের প্রচারণা চালিয়ে থাকে।
সাম্প্রতিক মাসগুলোতে সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটায় উত্তর কোরিয়া সপ্তাহান্তে ঘোষণা দিয়েছে যে তারা আর কোন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে না।
শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সেখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সর্বশেষ এ পদক্ষেপ নেয়া হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।