এশিয়া কাপের পরিসংখ্যান

194

দুবাই, ১৪ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ছয় দলকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের। আগের ১৩টি আসরে হয়েছে বহু রেকর্ড। এশিয়া কাপে হওয়া সেইসব রেকর্ডের কিছু আদ্যপান্ত।
সর্বোচ্চ শিরোপা জয় : ভারত (ওয়ানডে ফরম্যাটে পাঁচবার ও টি-২০ ফরম্যাটে একবার)।
বর্তমান চ্যাম্পিয়ন : ভারত।
সবচেয়ে বেশি রান : সনত জয়সুরিয়া (শ্রীলংকা), ১২২০ রান।
সবচেয়ে বেশি উইকেট : মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা), ৩০ উইকেট।
ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : বিরাট কোহলি (ভারত), ১৮৩ রান।
ওয়ানডে ফরম্যাটে এক আসরে সবচেয়ে বেশি রান : সনত জয়সুরিয়া (শ্রীলংকা), ৩৭৮ রান (২০০৮ সাল)।
ওয়ানডে ফরম্যাটে সেরা বোলিং ফিগার : অজন্তা মেন্ডিস (শ্রীলংকা), ৬/১৩।
এক আসরে সবচেয়ে বেশি উইকেট : সনত জয়সুরিয়া (শ্রীলংকা), ১৭ উইকেট (২০০৮ সাল)।
সর্বোচ্চ ডিসমিসাল (উইকেটরক্ষক) : কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), ৩৬টি।
সর্বোচ্চ ডিসমিসাল (ফিল্ডার) : মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), ১৫টি।
সর্বোচ্চ দলীয় রান : পাকিস্তান, ৩৮৫/৭ প্রতিপক্ষ বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে সর্বনি¤œ দলীয় রান : বাংলাদেশ, ৮৭/১০ প্রতিপক্ষ পাকিস্তান।
সর্বোচ্চ ম্যাচ : মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), ২৮টি।
সর্বোচ্চ ম্যাচ (অধিনায়ক) : মহেন্দ্র সিং ধোনি (ভারত) ও অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলংকা), ১৩টি করে।