বোস্টনের কাছে কয়েকটি শহরে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকান্ড ছড়িয়ে পড়েছে

229

নিউইয়র্ক, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের বোস্টনের উত্তরে কয়েকটি শহরে বৃহস্পতিবার গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকান্ড ছড়িয়ে পড়ায় সেখান থেকে অধিবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে।
পুলিশ জানায়, এতে ১০ বাসিন্দা আহত হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি’র।
ম্যাসাচুয়েটস পুলিশ জানায়, পূর্ব উপকূলীয় শহর লরেন্স, এনডোভার ও নর্থ এনডোভারে তারা অগ্নিকান্ড, বিস্ফোরণের ৭০ টি তথ্য পেয়েছে,এসব এলাকায় নির্গত গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ টুইটে জানায়, গ্যাস লাইন বন্ধ করা হয়েছে। এটি স্বাভাবিক অবস্থার ফিরে আসতে বেশ সময় লাগবে।
পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে একটি যৌথ তদন্ত কমিটি করা হবে। তিনি বলেন, গ্যাস নির্গত হয়ে গন্ধ ছড়ানোয় আশপাশের প্রতিবেশীদের সরিয়ে নেয়া হয়েছে।
ইতোমধ্যেই কর্তৃপক্ষ কয়েক হাজার মিটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই তিন শহরের কলম্বিয়া গ্যাস কোম্পানীর গ্রাহকদের দ্রুত এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।
গ্যাস বিষ্ফোরণের কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তদল ঘটনাস্থলে পৌঁছেছে।