সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮ পাস

781

সংসদ ভবন, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা, সেবার মান, সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সুনির্দিষ্ট বিধান করে আজ সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮ পাস করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার, ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরী কমিশনের পরিদর্শন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ জনবল কাঠামো ও নিয়োগ, ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব, প্রো-ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব, কোষাধ্যক্ষ, রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রকের ক্ষমতা ও দায়িত্বসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।
বিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠক্রম কমিটি, বোর্ড অব অ্যাডভান্স স্টাডিস, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, নির্বাচনী বোর্ড, নৈতিকতা কমিটি, শৃঙ্খলা বোর্ড, বিশ্ববিদ্যালয় সংযুক্ত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিসহ সংবিধিতে উল্লেখিত অন্যান্য কমিটি বা বোর্ডকে কর্তৃপক্ষ হিসেবে পরিগণিত করার বিধান করা হয়।
বিলে সিন্ডিকেট গঠন, এর সদস্য সংখ্যা, এর কার্যক্রম, ক্ষমতা ও দায়িত্ব, একাডেমিক কাউন্সিল গঠন ও এর সদস্য সংখ্যা এবং কার্যক্রম, ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ, বিভাগ, পাঠক্রম কমিটি গঠন, অর্থকমিটি গঠন ও এর সদস্য এবং ক্ষমতা ও দায়িত্ব, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, সদস্য সংখ্যা, ক্ষমতা ও দায়িত্ব, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন, সদস্য সংখ্যা, কার্যক্রম ক্ষমতা ও দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, শিক্ষকদের দায়িত্ব, পাঠক্রম, পরীক্ষা ও পরীক্ষা পদ্ধতি, বিশ্ববিদ্যালয়ের তহবিল, বার্ষিক প্রতিবেদন, হিসাব ও নিরীক্ষা, সংবিধি-বিধি প্রণয়নের ক্ষমতাসহ আনুসাঙ্গিক অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরী, ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর ও শামীম হায়দার পাটোয়ারী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।