বাসস দেশ-১৭ : ‘জাগরণে সংগ্রামে উদ্ভাসিত নারী’ শীর্ষক ‘চারু আড্ডা’ আগামীকাল

143

বাসস দেশ-১৭
চারুলতা-সভা
‘জাগরণে সংগ্রামে উদ্ভাসিত নারী’ শীর্ষক ‘চারু আড্ডা’ আগামীকাল
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সাহিত্য-সংস্কৃতি চর্চা ও গবেষণায় নিয়োজিত চারুলতা ফাউন্ডেশন ‘জাগরণে সংগ্রামে উদ্ভাসিত নারী’ শীর্ষক ‘চারু আড্ডা’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
আগামীকাল সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডা, ঢাকায় এ আড্ডা অনুষ্ঠিত হবে।
এতে সমাজ, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা এবং মানবহিতৈষী কাজে অবদান রাখা দু’মহীয়সী ভাষা সৈনিক ও শিক্ষাব্রতী প্রতিভা মুৎসুদ্দী এবং শিক্ষাসেবী, কবি ও সাহিত্যিক ড. সুনন্দা বড়ুয়া, তাদের সংগ্রামী ও প্রত্যয়ী এগিয়ে চলার অভিজ্ঞতা বিনিময় করবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া।
বাসস/সবি/কেসি/১৮২৫/শহক