জয়পুরহাটে কাব ইউনিট লিডার বেসিক কোর্স সমাপ্ত

316

জয়পুরহাট, ২২ এপ্রিল, ২০১৮ (বাসস) : জেলার সকল বিদ্যালয়ে স্কাউট দল গঠনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী ৪৭২তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স শনিবার রাতে শেষ হয়েছে।
জেলার পাঁচবিবি উপজেলার বড়মানিক বালিকা দাখিল মাদ্রাসায় আয়োজিত ট্রেনিং কোর্সের সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। জেলা স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জোনের সহকারী পরিচালক আব্দুর রশিদ, নূরুজ্জামান মন্ডল, হারুনুর রশিদ চৌধুরী, আসাদুজ্জামান মুকুল, আ. গনি, আফরোজা বানু, মেরিনা লাভলী, কামরুজ্জামান, মিজানুর প্রমূখ। ৫ দিনব্যাপী ৪৭২তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সে পাঁচবিবি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে গিয়ে স্কাউট দল খুলতে সক্ষম হবেন এবং জেলার শতভাগ স্কুলে স্কাউট দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।