বাসস দেশ-২১ : সড়ক পরিবহন আইন সংসদে উত্থাপিত হবে আগামীকাল

201

বাসস দেশ-২১
সড়ক-আইন
সড়ক পরিবহন আইন সংসদে উত্থাপিত হবে আগামীকাল
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সড়ক পরিবহন আইন ২০১৮ আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত হবে।
আজ বুধবার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিটিসিএ’র বোর্ড সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন, আইনটি আগামী রোববার সংসদে উত্থাপন করা হবে। পরবর্তীতে তিনি নিশ্চিত করেন সড়ক পরিবহন আইন ২০১৮ আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত হবে।
বুধবার সকালে ডিটিসিএ’র বোর্ড সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, প্রস্তাবিত সড়ক পরিবহন আইনটি আগামী রোববার ১৬ সেপ্টেম্বর সংসদে উত্থাপন করা হবে।এরপর তা স্থায়ী কমিটিতে যাবে এবং আগামী অক্টোবর মাসে সংসদের শেষ অধিবেশনে আইনটি পাশ হবে। এখন আইনটি আগামীকাল সংসদে উত্থাপন করা হবে।
বাসস/সবি/বিকেডি/১৮৫২/কেজিএ