বাসস দেশ-১৯ : স্পিকারের সঙ্গে কাটি ক্রোয়াকির সাক্ষাত

188

বাসস দেশ-১৯
স্পিকার-সাক্ষাত
স্পিকারের সঙ্গে কাটি ক্রোয়াকির সাক্ষাত
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (ডিআইবি) প্রধান কাটি ক্রোয়াকি আজ তাঁর কার্যালয়ে সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নারী নেতৃত্ব ও সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের বিকাশে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের সফল বিকাশের জন্য রাজনীতিতে নারীর অংশীদারিত্ব বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার উন্নয়নে ডিআইবি’র উদ্যোগ সময়োপযোগী। নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের উত্তোরণে ডিআইবি’র উদ্যোগ বিভিন্ন দলের প্রতিনিধিদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাটি ক্রোয়াকি আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগসহ দেশের বড় রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী কৌশল বিষয়ক কর্মশালা করার আগ্রহ প্রকাশ করেন। কেন্দ্রের সাথে তৃণমূলের সংযোগ বৃদ্ধিতেও এ কর্মশালা ভূমিকা রাখবে বলে জানান তিনি।
বাসস/সবি/কেসি/১৮৩৩/জেজেড